এমপি-কে হুমকি,কলকাতা থেকে যুবককে গ্রেফতার করল মুম্বই পুলিশ

নিজস্ব সংবাদদাতা: গত কয়েকদিন ধরেই বলিউডকে কেন্দ্র করে রাজনৈতিক স্তরে চর্চার বিষয় হয়েছে মুম্বইয়ের শিবসেনা নেতা সঞ্জয় রাউত বনাম কঙ্গনা রানাওতের লড়াই। মুম্বইয়ের রাজনৈতিক মহলও তোলপাড় এই নিয়ে। এই বিষয়ে নিয়ে এবারে নাম জড়ালো কলকাতা মহানগরীর।
আরও পড়ুন : জলঙ্গিতে নিষিদ্ধ ফেন্সিডিল সহ ও ৫ কেজি গাঁজা উদ্ধার
মুম্বইয়ের এমপি সঞ্জয় রাউতকে ক্রমাগত হুমকি দেওয়ার অপরাধে কলকাতার টালিগঞ্জ থেকে এক যুবককে গ্রেফতার করল মুম্বই পুলিশ। ফিল্মস্টার কঙ্গনা রানাওতের ফ্যান, টালিগঞ্জের পলাশ বসু, ইন্টারনেটের মাধ্যমে শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে এই বিষয়ে হুমকি দিয়েছিলেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে এই যুবকের সন্ধান পায় মুম্বই পুলিশ। বৃহস্পতিবার মুম্বই পুলিশের একটি দল এটি নিয়ে তদন্ত করতে কলকাতায় আসেন। রাতেই তারা টালিগঞ্জ থেকে গ্রেফতার করে ওই যুবককে। মুম্বই পুলিশ ধৃত যুবককে ট্রানজিট রিমান্ডে মহারাষ্ট্রে নিয়ে যেতে চেয়েছেন। সেই মতো শুক্রবার ধৃতকে কলকাতার কোর্টে পেশ করা হয়েছে ট্রানজিট রিমান্ডের জন্যে।