কাশ্মীরে ফের সেনা-জঙ্গি লড়াই, খতম 2

পুলিশ নিউজ ডেস্ক: ফের সেনা-জঙ্গি লড়াইয়ে খতম 2 জঙ্গি। শুক্রবার বিকেলে শুরু হওয়া লড়াই চলেছে শনিবার বিকেলেও। নিকেশ হওয়া 2 জঙ্গির দেহ উদ্ধার হয়নি এদিন বিকেল পর্যন্তও।
প্রশাসন সূত্রে খবর, শুক্রবার বিকেলে কাশ্মীরের কুলগামের চিনিগাম এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পায় পুলিশ। এর পরেই পুলিশকে নিয়ে যৌথ অভিযানে নামে সেনা। জম্মু কাশ্মীর পুলিশ ছাড়াও অভিযানে অংশ নেয় 1 নম্বর রাইফেলস এবং সিআরপিএফ। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনাও। দু পক্ষের লড়াই চলে শনিবার বিকেল পর্যন্তও। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রাতেও চলে অভিযান। ভোরের দিকে নিকেশ হয় 2 জঙ্গি। যদিও লড়াই চলায় উদ্ধার করা যায়নি দেহ দুটি।
আরও পড়ুন: টেলিফোন টাওয়ার বসানোর নামে প্রতারণা, গ্রেফতার ৫
গত এক মাসে কেবল কুলগামেই এ নিয়ে চারবার লড়াই হল সেনা-জঙ্গির। নিকেশ হয়েছে অন্তত 5 জন জঙ্গি। এদের বেশিরভাগই পাক মদতপুষ্ট বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্য। অর্থাৎ কার্যত ঘরেবাইরে সমালোচিত হয়েও সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করেনি পাকিস্তান। তাই বন্ধ হয়নি কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ। যার জেরে প্রায়ই বাঁধছে সেনা-জঙ্গি লড়াই।