
নিজস্ব প্রতিনিধি:-অনাল ভট্টাচার্য:-হুগলী :- তৃণমূলের গোষ্ঠী দ্বন্দের জেরে ফের উত্তপ্ত হয়ে উঠলো হুগলীর আরামবাগের হরিনখোলা গোলতাজপুর। ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি , অভিযুক্তদের আজ আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার পর থেকেই গোটা এলাকা থমথমে। অশান্তি এড়াতে এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয়দের অভিযোগ , গতকাল রাতে তৃণমূলের এক গোষ্ঠীর লোকজন ওই এলাকায় ঢুকে ব্যাপক তান্ডব চালায়। বেশ কিছু বাড়ি ও একধিক মোটরবাইকেও ভাঙচুর চালানো হয়। পাশাপাশি , বেশকিছু জনের বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা সোনা , টাকা পয়সাও লুটপাট করে নিয়ে যায়। এরপরই স্থানীয় থানায় খবর গেলে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। এবং ফের অশান্তি এড়াতে ওই এলাকায় পুলিশ পিকেট বসানো রয়েছে বলেও জানা যায়।
আরও পড়ুন: রাজ্য জুড়ে পূর্ণ লকডাউন, তৎপর পুলিশও
উল্লেখ্য , গতকয়েকদিন ধরেই শাসকদলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠেছিলো ওই এলাকা। গোষ্ঠী দ্বন্দের রোশে পরে খুন হয়েছিল এক তৃণমূল কর্মীও। ওই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা লাল্টু খায়ের লোক জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এরপর থেকেই ওই এলাকা জুড়ে ছিল থমথমে পরিবেশ। গোটা এলাকা জুড়ে বাসিন্দাদের মধ্যে ছিলো আতঙ্কের বাতাবরণ।