রাজনৈতিক পতাকা হাতে জব কার্ডের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্টকে কেন্দ্র করে আমডাঙায় ধুন্ধুমার|ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী

বারাসাত ডিস্ট্রিক পুলিশ।
নিজস্ব প্রতিনিধি:- প্রদীপ দাস:- বারাসাত:- আমডাঙায় রাজনৈতিক দলের দলীয় পতাকা ধরিয়ে জব কার্ডের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাকে কেন্দ্র করে উত্তেজনা ।
ভাঙচুর মারধর রাস্তা অবরোধ পুলিশ কে লক্ষ পাথর বৃষ্টি আহত পুলিশ এলাকায় উত্তেজনা সকাল থেকে এলাকা থমথমে।
ঘটনার সূত্রপাত, সোমবার আমডাঙা সাধনপুর গ্রাম পঞ্চায়েতের গজবন্দ এলাকায় জব কার্ডের কাজের সময় এক ব্যক্তির হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ধরিয়ে ছবি তুলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ।মারধর রাস্তা অবরোধ থেকে শুরু করে পুলিশকে লক্ষ করে পাথর বৃষ্টি| আহত থানার আই. সি. সহ বেশ কয়েক জন পুলিশ কর্মী| ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী| । রাতে পুলিশ অভিযান চালিয়ে পনেরোটা বাইক ও দশ জনকে আটক করে আমডাঙা থানার পুলিশ । সকাল থেকে রাত্রি হয়ে গেল গজবন্দ এলাকায় থমথমে| পুলিশ পিকেটিং বসানো হয়েছে এখনো এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।