এক ঝলকেআলিপুরদুয়ারউত্তরবঙ্গ
ফের জাল নোট উদ্ধার

নিউজ ডেস্ক ঃ ফের সাফল্য আলিপুরদুয়ার জেলা পুলিশের।মঙ্গলবার রাতে ৩১নং সড়কে একটি গাড়ি থেকে উদ্ধার হয় দু’লক্ষ টাকার জাল নোট।
আরও পড়ুন : ২ মাস আগে চুরি যাওয়া স্কুটি উদ্ধার করল মানিকতলা থানা
সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালায় জয়গা থানার হাসিমারা ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার রাতে হাসিমারা কালীবাড়ী এলাকার ৩১ সি জাতীয় সড়কে আটক করা হয় একটি বোলেরো গাড়ি। পুলিশ জানিয়েছে, গাড়িটি ওই দিন অসম থেকে ফিরছিল। নম্বরপ্লেট বিহীন গাড়িটি দেখে সন্দেহ হয় পুলিশের। শুরু হয় নাকা চেকিং। গাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় খয়েরি খামে মোড়া ২ লক্ষ ভারতীয় টাকার জালনোট। গাড়িটি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp