ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, নিকেশ ২

নিউজ ডেস্ক: কাশ্মীরে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ। নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম 2 জঙ্গি। তাদের মধ্যে একজন পাক নাগরিক। আর একজন স্থানীয়। সোমবার সাত সকালের ওই সংঘর্ষে দাঁড়ি পড়ে দুই জঙ্গি নিকেশ হওয়ার পর।
শ্রীনগরের রামপুর এলাকায় দুই জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পায় নিরাপত্তা বাহিনী। এদিন ভোরে এলাকা ঘিরে ফেলেন সিআরপিএফের জওয়ানরা। সেনার উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনাও। দু পক্ষের টানা লড়াইয়ের শেষে নিকেশ হয় দুই জঙ্গি। তারপরেই থামে সংঘর্ষ।
কাশ্মীরের আইজি বিজয় কুমার জানান, নিহত দুই জঙ্গির মধ্যে একজন পাকিস্তানি। অন্যজন স্থানীয়। পাকিস্তানি জঙ্গিটির নাম সইফুল্লা।
সিআরপিএফের দাবি, সেপ্টেম্বর মাসে বাহিনীর ওপর হামলা চালানোর ঘটনায় জড়িত ছিল সইফুল্লা। সেবার কুখ্যাত এই জঙ্গির গুলিতে শহিদ হন বাহিনীর দুই সদস্য।
আরও পড়ুন: দুঃস্থদের পাশে কল্যাণ গ্রুপ, পুলিশের হাত ধরে নতুন কর্মসূচি
কাশ্মীরে অশান্তি পাকানোর পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে বারবার অভিযোগ করেছে ভারত। রাষ্ট্রসংঘেও এনিয়ে সরব হয়েছে মোদী সরকার। সন্ত্রাস বন্ধে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছে আমেরিকাও। তার পরেও বন্ধ হয়নি সন্ত্রাস। যার প্রমাণ মিলল আরও একবার।
শনিবারই সেনা-জঙ্গি সংঘর্ষে কাশ্মীরের কুলগ্রামে খতম হয়েছিল দুই জঙ্গি। তারপর খতম দুই জঙ্গি। এলাকায় তল্লাশি শুরু করেছে বাহিনী।