KOLKATA WEATHER
উত্তরবঙ্গমালদা

মুর্শিদাবাদের পর এবার পুলিশের জালে মানিকচক বিস্ফোরণ কাণ্ডের চাঁই

নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদের পর এবার পুলিশি জালে উঠে এল মানিকচক বিস্ফোরনের মূল অভিযুক্তের নাম। ঘটনার সঙ্গে কোনও জঙ্গি যোগ আছে কিনা তা তদন্ত করেছেন গোয়েন্দারা।

পুলিশ সূত্রে খবর,বৃহস্পতিবার সকালে গ্রেফতার হয় এই বিস্ফোরন কাণ্ডের মাস্টারমাইন্ড সিদ্ধার্থ মন্ডল। মুর্শিদাবাদের 6জনকে আলকায়দা-যোগ সন্দেহে গ্রেফতারের পর এবার এএনআই-র নজরে রয়েছে মালদহের মানিকচক বিস্ফোরন কান্ড।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গ সীমান্তে পাচার রুখল বিএসএফ

চলতি বছরের শুরুতে, জানুয়ারি মাসে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে মানিকচক। বিস্ফোরনে প্রাণ যায় ২ জনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপনে পটকা-বোমা তৈরির আড়ালেই চলছিল বিস্ফোরক তৈরি। আচমকাই কোনওভাবে বোমা ফেটে দুর্ঘটনা ঘটে।
এর পর থেকেই শুরু হয় এই বিস্ফোরন কাণ্ডের তদন্ত। তদন্তে নেমে পুলিশ আগেই গ্রেফতার করেছিল একজনকে। এদিন গ্রেফতার হয় আরও একজন। ইতিমধ্যেই তাকে জেরা শুরু করেছে পুলিশ। পাশাপাশি ঘটনার সঙ্গে বড় কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close