KOLKATA WEATHER
দক্ষিণবঙ্গনদিয়া

পরপর দুই বাড়িতে দুঃসাহসিক ডাকাতি

নিউজ ডেস্ক: চাপড়ার রানাবন্ধে গভীর রাতে পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক ডাকাতি। ওই দুই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে কয়েক লক্ষ টাকার সোনার গয়না ও নগদ অর্থ লুট হয়েছে।
রানাবন্ধের বাসিন্দা আজিজ মন্ডল জানান, বুধবার গভীর রাতে বেশ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী তাদের বাড়িতে হামলা চালিয়ে কয়েক লক্ষ টাকার সোনার গহনা ও নগদ অর্থ লুট করে। এরপর ওই দুষ্কৃতীরা প্রতিবেশী আনছার আলি মন্ডলের বাড়িতেও হামলা চালিয়ে লুটপাট করে।

আরও পড়ুন: ১১০বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ১

আজিজ মন্ডলের দাবি, দুষ্কৃতীরা সকলেই মুখ ঢেকে সশস্ত্র অবস্থায় ছিল। তারা বাড়িতে ঢুকেই তাঁর বাবা মাকে মারধোর করে এবং ঘরের দরজা ভেঙে গয়না ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। একই রাতে পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বৃহস্পতিবার সকালে চাপড়া থানার পুলিশ ওই বাড়িতে যান। ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ৷

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close