KOLKATA WEATHER
এক ঝলকেউত্তরবঙ্গমালদা

মালদায় পেট্রোলপাম্পে উদ্ধার এক নাবালক

নিজস্ব সংবাদদাতা, মালদা: মালদায় বাহারাল পেট্রোল পাম্প থেকে এক নাবালককে উদ্ধার করল পুলিশ। মালদার রতুয়া থানার পুলিশ শুক্রবার বছর বারোর ঐ নাবালককে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে সে তার নাম জানিয়েছে ফটিক। মালদার চাঁচোল থানার অন্তর্গত দামাইপুর নমতলার বাসিন্দা সে।

আরও পড়ুন : লকডাউনে মানবিক উদ্যোগ মুর্শিদাবাদ পুলিশের

রতুয়া থানার পুলিশ ইতিমধ্যেই ওই নাবালকের অভিভাবকের খোঁজ চালাচ্ছে। উদ্ধার হওয়া নাবালককে রতুয়া থানার শিশুবান্ধব সেন্টারে রাখা হয়েছে।

 

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close