এক ঝলকে
দিল্লি পুলিশের জালে মেওয়াতী গ্যাং এর এক সদস্য

নিজস্ব সংবাদদাতা, দিল্লি: আট বছর আগের একটি চুরির ঘটনায় অভিযুক্ত এক মেওয়াতী আসামীকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। পুলিশের বদরপুর থানার আধিকারিকরা তাকে হরিয়ানার নুহ এলাকা থেকে গ্রেফতার করে। ৩৩ বছর বয়সী ওই অভিযুক্ত এতদিন যাবৎ গা ঢাকা দিয়েছিল।
আরও পড়ুন: গাড়ি চুরির অভিযোগে গ্রেফতার ৪
প্রসঙ্গত, দিল্লি এবং হরিয়ানা চত্বরের ত্রাস এই মেওয়াতী গ্যাং। কিছুদিন আগেই দিল্লিতে এটিএম ডাকাতিসহ একাধিক অপরাধের সঙ্গে যুক্ত পাঁচজন মেওয়াতী গ্যাং এর চক্রিকে গ্রেফতার করে পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp