
নিজস্ব প্রতিনিধি, মালদা: এ এক অন্যরকমের ডাকাতদল।বিভিন্ন এলাকায় মুরগি লুঠ করাই পেশা। বড় গাড়ি, পিকআপ ভ্যানে করে মুরগির ফার্ম থেকে শয়ে শয়ে মুরগি লুঠ করা। পরে সেইসব মুরগি বিভিন্ন জেলার বা পাশের রাজ্য ঝাড়খন্ডের মাংসের দোকানে বিক্রি করা। এমনই এক মুরগি লুঠেরাদের আটজনের একটি দলকে পাকড়াও করল ইংরেজবাজার থানার পুলিশ।ধৃতদের বুধবার জেলা আদালতে পেশ করা হয়।
বিগত অনেকদিন ধরেই মালদা জেলা বা জেলার বাইরেও বিভিন্ন বড় বড় মুরগি ফার্মগুলি এই লুঠেরাদের অত্যাচারে জর্জরিত। একদিকে গাড়ি ভর্তি করে মুরগি লুঠ, অন্যদিকে সেই লুঠেরাদের জন্যেই বাজারেও বিক্রি মন্দা। তুলনামূলক ভাবে কম দামে দোকানদারদের মুরগি দিয়ে দেয় তারা।
আরও পড়ুন: ডাকাতির চেষ্টা রুখে দিল পুলিশ, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৩ দুষ্কৃতী
গত ২০ তারিখ মালদার মিল্কির লালাপুরে এমনই এক ফার্ম লুঠ হয়। ফার্মের মালিক বিক্রম মন্ডলকে মারধর করে বেঁধে রেখে একটি পিকঅ্যাপ ভ্যান করে এসে ৮০০ মুরগি লুঠ করে নিয়ে যায় ওই ডাকাতদল। মঙ্গলবার রাত থেকে বুধবারের মধ্যে ইংরেজবাজার থানার পুলিশ সেই ডাকাতদলের ৮ জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,এদের সাতজনের বাড়ি মালদার বৈষ্ণবনগর থানা এলাকার। বাকি একজন ঝাড়খন্ডের সাহেবগঞ্জের বাসিন্দা। অন্য রাজ্যের সঙ্গে এই অপরাধ চক্রের যোগ থাকায় বিষয়টি পুলিশ সুপার অলোক রাজোরিয়া নিজে খতিয়ে দেখছেন। এই চক্রের সঙ্গে আর কারা কীভাবে জড়িত তা তদন্ত করছে পুলিশ।