এক ঝলকেদঃ ২৪ পরগনাদক্ষিণবঙ্গ
আমফানে বিধ্বস্ত সুন্দরবন, উদ্ধারকাজে সেনাবাহিনী

আমফানের তাণ্ডবে লন্ডভন্ড সুন্দরবন।ক্ষতিগ্রস্ত এলাকার উদ্ধার কাজে নামলো সেনা। ইতিমধ্যেই দুই কম্পানি সেনা নামানো হয়েছে সুন্দরবনের গোসাবা ও বাসন্তী সহ ঝড়খালি এলাকাতে । পাশাপাশি সুন্দরবনের বঙ্গোপসাগর এলাকা মৌসুনি আইল্যান্ডেও সেনা নামানোর কথা বলা হয়েছে। প্রাথমিকভাবে পরিকাঠামো উন্নয়ন ও ভেঙেপড়া গাছের অংশগুলি সরানোর কাজে অংশগ্রহণ করেছে সেনাবাহিনী। প্রয়োজনে আরো সেনা নামানোর কথা ভাবছে জেলা প্রশাসন। বহু এলাকায় এখনো গাছ পড়ে অবরুদ্ধ হয়ে আছে। এখনো বিদ্যুৎহীন বেশ কিছু এলাকা। সুন্দরবনের ক্ষত সারাতে তৎপর ভাবে কাজ করে চলেছে কেন্দ্রীয় সেনাবাহিনী।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp