এক ঝলকেকলকাতাদক্ষিণবঙ্গ
ব্যবসায়ী প্রতারণার দায়ে গ্রেফতার ৭

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: কলকাতার এক নামী ব্যবসায়ীকে প্রতারণার দায়ে ৭ জন অভিযুক্তকে গ্রেফতার করল এয়ারপোর্ট থানার পুলিশ। সূত্রের খবর, জমি মাফিয়া সুজয় দাস ও বিএলআরও অফিসের করণিকদের বিরুদ্ধে ২ কোটি ১৮ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ছিল।
আরও পড়ুন : বিরল প্রজাতির গিরগিটির পাচার রুখলো বিএসএফ
অভিযোগ, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে যে সমস্ত জমি রয়েছে তার জাল কাগজপত্র দিয়ে লোক ঠকানোর চেষ্টা করত ধৃতরা। কখনো কখনো বলপূর্বক জমি দখলের চেষ্টাও করে তাঁরা। ধৃতদের জেরায় পুলিশের কাছে উঠে আসছে বেশ কয়েকজন রাঘববোয়ালের নাম। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আজ ধৃতদের বারাসত আদালতে তোলা হয়।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp