এক ঝলকে
পুলওয়ামায় দুটি জিলেটিন স্টিক সহ 50 টি লুকানো বিস্ফোরক উদ্ধার , বড়োসড়ো নাশকতার ছক বানচাল

নিজস্ব সংবাদদাতা, কাশ্মীর: ফের পুলওয়ামায় প্রচুর পরিমান বিস্ফোরক উদ্ধার করল পুলিশ এবং সিআরপিএফ। বৃহস্পতিবার সকালে কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপোড়ার গাদিখাল গ্রামের জঙ্গলের নিকটবর্তী নার্সারিতে মেলে প্রচুর বিস্ফোরক। জিলেটিন সহ রয়েছে ভূগর্ভস্থে লুকোনো প্রচুর বিস্ফোরক।
আরও পড়ুন : নৌবাহিনীর কড়া নজরদারি, দেশে ফিরে যেতে বাধ্য হল চিনের গুপ্তচর ভেসেল
অবন্তিপোড়ার পুলিশ সূত্রে খবর,পুলিশ, রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফ যৌথ অভিযান চালিয়ে প্রচুর বিস্ফোরক উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান কোন জঙ্গিগোষ্ঠী বিস্ফোরক গুলি লুকিয়ে রেখেছিল। নাশকতার ছক কৃতিত্বের সাথে বানচাল করে দিল পুলিশ ও সিআরপিএফ। বিস্ফোরক গুলি কারা রেখেছিল, কোথা থেকে এলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp