স্বর্ন ব্যবসায়ী হত্যা কাণ্ডে গ্রেফতার ৫

পুলিশ নিউজ ডেস্ক: গত ১৪ই আগস্ট পশ্চিম বর্ধমান জেলার বুদবুদের সুকান্ত নগরে এক স্বর্ন ব্যবসায়ীকে গুলি করে লক্ষাধিক টাকার সোনার গয়না লুট করে নিয়ে যায় এক দল দুষ্কৃতী। ঘটনায় গুরুতর আহত হয় ওই স্বর্ণ ব্যাবসায়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা বুদবুদ থানার এসিপি সাস্বতী শ্বেতা সামন্ত, বুদবুদ থানার ওসি প্রমিত গাঙ্গুলি। দুষ্কৃতীদের ধরতে তদন্তে নামে পুলিশ।
তদন্তে নেমে পুলিশ ৫জনকে গ্রেফতার করে। উদ্ধার হয় লুট হওয়া সোনার কিছু অংশ , একটি দেশী ৯ এম এম পিস্তল , ৬টি কার্তুজ , হাজার দশেক টাকা । ধৃত ৫ জনকে আজ দুর্গাপুর আদালতে পেশ করে ১৪দিনের হেফাজতের আবেদন জানাচ্ছে পুলিশ।
আরো পড়ুন: ভুল পার্ককিং রাখতে পুলিশের উদ্যোগ
ডিসিপি ( পুর্ব ) অভিষেক গুপ্তা জানান যে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকি সোনা উদ্ধার করা হবে । এই দলে আরও কেউ রয়েছে কিনা তাও খোঁজ চালাবে পুলিশ । সেদিন ঘটনাস্থলেই একটি বাইক ফেলে পালিয়েছিল দুষ্কৃতীরা । পরে খোঁজ নিয়ে দেখা গেছে ওই বাইকটি বর্ধমান থেকে ঘটনার প্রায় ১৫দিন আগে চুরি করেছিল দুষ্কৃতীরা । সেই বাইকে এসেই গুলি চালিয়ে লুটপাট চালায় দুষ্কৃতীর দল । ধৃত ৫ জনের কেউ পশ্চিম বর্ধমানের বাসিন্দা নয় ।ধৃতদের নাম লোকমান শেখ , সাহিন সেখ , চঞ্চল শেখ , সাহিল মন্ডল ও রাকেশ শেখ । ফলে আন্ত:জেলা একটি দুষ্কৃতীচক্র অপরাধমূলক কাজে লিপ্ত বলে পুলিশের অনুমান ।
POLICE NEWS District
01:32pm