এক ঝলকেদক্ষিণবঙ্গবীরভূম
৪৫ তম প্রয়াণ দিবসে নজরুল স্মরণ সিউড়িতে

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: অসাম্প্রদায়িক বাঙালি সংস্কৃতির কারিগর তিনি। বিংশ শতাব্দীর গোঁড়াতেই জাত-ধর্মের নামে পৃথিবীকে নরকের আখড়া থেকে বাঁচানোর ‘পথের দিশা’ দেখিয়েছিলেন। সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৫ তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে শনিবার নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সিউড়ি শাখার উদ্যোগে কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন সংগঠনের সদস্যরা।
আরও পড়ুন : তুর্কিতে অলিম্পিকে রৌপ্য পদক জয়ী বাংলার অনন্যাকে সংবর্ধনা পুলিশের
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিউড়ি থানার আইসি চন্দ্রশেখর দাস। তিনি নজরুল গীতি গেয়ে কবিকে শ্রদ্ধা জানান। এছাড়াও নানা কর্মসূচির মাধ্যমে এদিন নজরুল স্মরণ করেন তাঁরা।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp