
নিজস্ব প্রতিনিধি,মালদা: আফিম আঁঠা সহ ৩ জনকে গ্রেফতার করল মালদার কালিয়াচক থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, কালিয়াচকের হাজিনগর চাঁদপুর এলাকায় অভিযান চালায় মালদা পুলিশ। অভিযান চালিয়ে ২টি মোটর বাইক সহ ৩ জনকে পাকড়াও করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ২ কেজি ৬০৪ গ্রাম আফিম আঁঠা। যার আনুমানিক বাজার দর প্রায় ৫০ লক্ষ টাকা।ধৃতদের বুধবার মালদা জেলা আদালতে হাজির করা হয়।সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন ফারুক মোমিন(২২)। মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকার বাসিন্দা। অন্য ধৃতদের নাম বাদার আলী(২৬) ও সলেমান মিয়া(৩৬)। এই দুজন বৈষ্ণবনগর থানার চন্দ্র নারায়নপুর এলাকার বাসিন্দা।
আরো পড়ুন: ট্রাফিকে কড়া নজরদারি মঙ্গলকোট থানার পুলিশের
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আফিম আঁঠা কিনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এলাকায় জড়ো হয়েছিলেন ওই ৩ জন। তবে, পুলিশের আকস্মিক অভিযানে সকলকে গ্রেপ্তার করা সম্ভব হয়। ধৃতদের জেরা করে জানা গিয়েছে,এই আফিম আঁঠা মাদক হিসেবে ব্যবহার করা হত। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত তাদের খোঁজ চলছে।