এক ঝলকে
চিতাবাঘের চামড়া সহ গ্রেফতার ৩

নিউজ ডেস্ক: বুধবার জিঙ্গিয়া থানার বিশ্বনাথ বন্যজীবন বিভাগ থেকে চিতাবাঘের চামড়া সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম যুধিষ্ঠির তটি (২৮), সুভাষ মিরধা (২৪) এবং বুলেট মুন্ডা ওরফে বাবু (৩৭)।
আরও পড়ুন: পরপর দুই বাড়িতে দুঃসাহসিক ডাকাতি
পুলিশের সন্দেহ যে তারা আসাম-অরুণাচল সীমান্ত এলাকায় চিতাবাঘটিকে শিকার করেছিল। পরে চামড়া পাচারের উদ্দেশ্য নিয়ে এসেছিল।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp