দক্ষিণবঙ্গমুর্শিদাবাদ
ভুয়ো পুলিশ লেখা গাড়ি সহ আটক ৩

পুলিশ নিউজ ডেস্ক:লকডাউন চলাকালীন মুর্শিদাবাদের বহরমপুরে পুলিশ লেখা একটি চারচাকা গাড়ি সহ তিন ব্যক্তিকে আটক করল বহরমপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, সোমবার সকালে লকডাউনের দিনে বহরমপুর বাসস্ট্যান্ডে পুলিশের চেকিং চলাকালীন পুলিশ লেখা এই ভুয়ো গাড়িটি আসে। গাড়ির ড্রাইভারের কথাবার্তায় অসংলগ্নতার পরিচয় মেলায় গাড়ির ভিতরে থাকা তিনজনকে আটক করে বহরমপুর থানায় নিয়ে আসেন কর্তব্যরত পুলিশ কর্মীরা।
আরও পড়ুন: লকডাউন অবমাননার ছবি
যদিও ধৃতরা জানিয়েছে, গাড়িটি বনগাঁ এস ডি পিও র গাড়ি এবং গাড়িটি বনগাঁ থেকে বহরমপুরের উদ্দেশ্যে আসছিল। তবে তাদের কথাবার্তার সঙ্গে কোন বৈধ নথি না মেলায় আটক করে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, কি কারনে গাড়িটি জেলায় ঢুকেছে তা তদন্ত করে দেখছে মুর্শিদাবাদ জেলা পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp