এক ঝলকে
কালো কাঁচ ও উন্নত সাইলেন্সার ব্যবহারের অভিযোগে আটক ৩

বেআইনি কালো কাঁচের গাড়ি ও উন্নতমানের সাইলেন্সার ব্যবহার করার জন্য একটি চারচাকা ও দুটি মোটর বাইক আটক করলেও গোয়ালিয়র পুলিশ। গোয়ালিয়র এসপি অমিত সঙ্ঘী ও ট্রাফিক ইনস্পেক্টর শ্রী পঙ্কজ পাণ্ডের উপস্থিতিতে এদিন গোয়ালিয়র শহরের বিভিন্ন মোড়ে নাকা চেকিং চালানো হয়।
আরও পড়ুন : আড়াই লক্ষ টাকার বেআইনি মদ উদ্ধার করল আসাম রাইফেলস
ভেহিকেল অ্যাক্ট আইনে তিন অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের জরিমানাও করেছে ট্রাফিক পুলিশ। গোয়ালিয়র ট্রাফিক পুলিশের তরফে শহরে ক্রমাগত এই নাকা চেকিং চলবে বলে জানান ট্রাফিক ডিএসপি আর এন ত্রিপাঠি।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp