এক ঝলকে
বিএমডব্লুর ধাক্কায় জখম ১ পুলিশ কর্মী

নিউজ ডেস্ক: দিল্লিতে বিএমডব্লু গাড়ির ধাক্কায় আহত ১ পুলিশ কর্মী। তাঁর নাম সরিতা বিহার। বিএমডব্লু গাড়ির ধাক্কায় ওই পুলিশ কর্মীর পা গুরুত্বতরভাবে জখম হয়।ঘাতক গাড়িটিকে ধাওয়া করে পুলিশ। পরে আটক করা হয়। গাড়িটির ভেতর থেকে মদ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: বিনেশ কোডেয়েরির বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ
আইপিসি ও মোটরযান আইনে মামলা দায়ের করা হয়েছে. চালক সহ সাওয়ারীদের গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। আহত পুলিশ কর্মীর চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp