KOLKATA WEATHER
এক ঝলকে

আইএসআই সন্দেহে গ্রেফতার ১

নিউজ ডেস্ক: পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর এজেন্ট সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ।জানা গেছে, আদতে গুজরাটের গোধরার পাঁচমহলের বাসিন্দা ওই ব্যক্তির নাম গীতেলি ইমরান (৩৭)।

সূত্রের খবর, বিশাখাপত্তনম গুপ্তচর বৃত্তি ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির ১২০( বি ) এবং ১২১ (এ) এবং ইউএ (পি) আইনের ১৭ , ১৮ এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের সেকশন ৩ নং ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এই মামলাটি একটি আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তির সঙ্গে সম্পর্কিত, যেখানে পাকিস্তান গুপ্তচররা ভারতীয় নৌ-জাহাজ ও সাবমেরিন এবং অন্যান্য প্রতিরক্ষা প্রতিষ্ঠানের অবস্থান তথা গতিবিধি সম্পর্কে সংবেদনশীল তথ্য সংগ্রহের জন্য ভারতে এজেন্টদের নিয়োগ করেছিল।

তদন্তে জানা গেছে যে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে হানি ট্রাপের মাধ্যমে কয়েকজন নেভির কর্মী পাকিস্তানি এজেন্টদের সংস্পর্শে এসেছিলেন।

তদন্তে আরও জানা গেছে, অভিযুক্ত ইমরান সীমান্তবর্তী এলাকায় কাপড়ের ব্যবসার আড়ালে পাকিস্তানি গুপ্তচরবৃত্তির সাথে যুক্ত ছিল।

আরও পড়ুন: ওড়িশায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য বাজেয়াপ্ত করল পুলিশ

পাকিস্তানি গুপ্তচরদের নির্দেশ মেনে সে ভারতীয় নৌবাহিনী কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে তাদের প্রদত্ত সংবেদনশীল তথ্যগুলির পরিবর্তে নিয়মিত অর্থ জমা করেছিলেন।গতকাল তার বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু ডিজিটাল ডিভাইস এবং গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা করা হয়েছে।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close