এক ঝলকে
৮টি জঘন্য মামলার অপরাধী এবার পুলিশের জালে

দিল্লি: ৩রা জুন রাত্রি ০৯:৫৫ মিনিট নাগাদ, এইচ.এন.ও-এর কাছে টহলরত দুই কনস্টেবল মুকেশ ও দীনেশ একটি মোটরসাইকেলে দুজনকে আসতে দেখে। পুলিশ কে দেখে সেখান থেকে পালানোর চেষ্টা করে ওই দুইজন। পুলিশের সন্দেহ হওয়ায় তারা দ্রুত পদক্ষেপ নেয় এবং একজন সন্দেহভাজনকে আটক করতে পারলেও অপরজন পালাতে সক্ষম হয়। ধৃত ব্যক্তির নাম সালমান খান(২৫) ওরফে পাঠান, দিল্লির মুকুন্দপুরের বাসিন্দা। ধৃতের কাছ থেকে একটি পিস্তল, চারটি কার্তুজ এবং একটি মোটরসাইকেল উদ্ধার হয়। জেরার মুখে অভিযুক্ত স্বীকার করে এর আগে ৩ টি ফৌজদারি মামলা,খুন, তোলাবাজি, ছিনতাই ও হত্যার চেষ্টা ইত্যাদি মোট ৮টি জঘন্য মামলা রয়েছে তার বিরুদ্ধে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp