*৬০ টি মামলার আসামী বিকাশের মাথার দাম ২.৫ লক্ষ টাকা*

উত্তর প্রদেশ: ফেরার আসামে বিকাশ দুবের খোঁজ দিতে পারলে আড়াই লক্ষ টাকা পুরস্কার দেবে পুলিশ। কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবের নামে উত্তর প্রদেশের ৮ জন পুলিশ কর্মীকে খুনের অভিযোগ রয়েছে। এছাড়াও খুন, অপহরণ সহ ৬০ টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। উত্তর প্রদেশ পুলিশের এক ডেপুটি সুপার সহ আরও ৭ জন কর্মীকে খুন করে বিকাশ ও তার দলবল। ২৫ জন পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে বিকাশকে ধরতে তার ডেরায় গেলে রাস্তা আটকায় বিকাশের গুন্ডারা। এরপর পুলিশ বিকাশের আস্তানায় পৌঁছাতেই, তিন দিক থেকে গুলি ছুটে আসে তাদের দিকে। মৃত্যু হয় ৮ জন পুলিশ কর্মীর। তারপর থেকেই ফেরার বিকাশ দুবে। পুলিশি অভিযানের কথা আগে থেকে জানত বিকাশ। পুলিসের অনুমান উত্তর প্রদেশ ছেড়ে রাজস্থান বা মধ্য প্রদেশে গা ঢাকা দিয়ে থাকতে পারে সে। ২০০১ সালে থানায় ঢুকে মন্ত্রী সন্তোষ শুক্লাকে খুন করেছিল বিকাশ দুবে। নিজেও এক সময় সক্রিয় রাজনীতি করত বিকাশ দুবে।
বিকাশ দুবে সংক্রান্ত কোনও তথ্য পেলে এসএসপি কানপুরের নম্বর ৯৪৫৪৪০২৪৫৪ অথবা ইউপি পুলিশ অফিসারের হোয়াটসঅ্যাপ নম্বর ৭৫৭০০০০১০০-তে জানানোর অনুরোধ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
UPP DD