এক ঝলকে
৪ দিনের মধ্যে চুরির মামলার সমাধান করলো শ্রীনগর পুলিশ

জম্মু-কাশ্মীর: ১০ই জুন কিছু অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালের পার্কিংয়ে থাকা এক আবাসিক চিকিৎসকের গাড়ির কাঁচ ভেঙে গাড়ি থেকে ল্যাপটপ, নগদ টাকা এবং কিছু পোশাক চুরি করে। এর বিরুদ্ধে কারানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্ত চলাকালীন আধিকারিকরা আধুনিক কৌশলের সহায়তায় এক অভিযুক্ত ফাহাদ নাজির ভাট কে গ্রেফতার করে। ফাহাদ সাফাকদলের ওয়াটালকদল এলাকার বাসিন্দা। অফিসাররা জানতে পারে, ফাহাদ চুরি করা ল্যাপটপটি বেমিনার হামদানিয়া কলোনীর বাসিন্দা আজাদ আহমদের কাছে বিক্রি করেছে। পরবর্তীকালে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে চুরি যাওয়া সম্পত্তি উদ্ধার হয়।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp