এক ঝলকেদক্ষিণবঙ্গনদিয়া
২০ তম দিনে আমাদের ছোট প্রয়াশ

সোমবার বিশ’তম দিনে পদার্পন করল “আমাদের ছোট প্রয়াশ”। এদিন কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট-এর ধুবুলিয়া থানা এলাকার প্রায় ২৫০ জন কর্মহীন, বিপন্ন পরিবারকে খাদ্য সামগ্রী ও দুধ পরিবেশন করা হয়। এছাড়া প্রতিদিনই কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের অধীন থাকা, থানা গুলিতে আমদের ছোট প্রয়াস কর্মসূচী চলছে। পুলিশের ভুমিকায় খুশি এলাকাবাসী।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp