
কোচবিহার: কচু বোঝাই পিকআপ ভ্যানের আসল রহস্য ফাঁস হল পুলিশের হস্তক্ষেপে। বুধবার সকালে ১০০ কেজি গাঁজা সহ দুজনকে গ্রেফতার করে কোচবিহার নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। কোচবিহার জেলা পুলিশ সুপার ডক্টর সন্তোষ নিম্বালকার জানান, সূত্রের মাধ্যমে খবর পেয়ে নিশিগঞ্জ এলাকায় নাকা চেকিং করছিল পুলিশ, সেখানে থেকেই পিকআপ ভ্যানটিকে আটক করা হয়। কচুর নিচে গাজার প্যাকেট পাচার হচ্ছিল। মোট ৯টি প্যাকেট উদ্ধার হয়েছে। গাড়ির চালক ও অপর এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। কোচবিহার ১নম্বর ব্লক এবং নিশিগঞ্জ আক্রাহাট এলাকায় প্রচুর গাঁজার চাষ হয়, পুলিশের তরফ থেকে দফায় দফায় অভিযান চালিয়ে কয়েক হাজার বিঘা গাঁজা ইতিমধ্যে নষ্ট করা হয়েছে।এরপরেও বিভিন্ন নাকা চেকিং-এ গাঁজা উদ্ধার হচ্ছে। এই পাচার রুখতে সর্বদা তৎপর কোচবিহার জেলা পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp