এক ঝলকেদক্ষিণবঙ্গবাকুড়া
হড়কা বানের জেরে ভেসে গেল সেতু

হড়কা বান এর জেরে ভেসে গেল বাঁকুড়া শহর লাগোয়া গন্ধেশ্বরী নদীর ওপরের অস্থায়ী সেতু। যার ফলে এক ব্যক্তি সেখানে জলে তলিয়ে যায়। এমনই পুলিশ সূত্রে খবর। তারপর সেখানে তড়িঘড়ি বাঁকুড়া সদর থানার পুলিশ এসে পৌঁছায় এবং তার সঙ্গে সিভিল ডিফেন্সের টিম এসে পৌঁছায়। তারপর তারা নিখোঁজ ব্যক্তির খোঁজে গন্ধেশ্বরী নদীতে নেমে চলে তল্লাশি। স্থানীয় মানুষদের অনুমান যে সেই ব্যক্তি পারাপার করতে গিয়েই নাকি এমনটা হয় এবং দীর্ঘদিন ধরেই সেই এলাকার মানুষজন সেই সেতুটি দিয়ে পারাপার করতেন। সেই সেতুটি ভাঙ্গা থাকার শর্তেও সে ব্যক্তিটি পারাপার করতে যান এবং তার ফলেই এই দুর্ঘটনা।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp