এক ঝলকেদক্ষিণবঙ্গ
হেলথ ড্রিংক তুলে দেওয়া হলো স্বাস্থ্যকর্মী ও পুলিশের হাতে

খড়গপুর: কারোর নাম ডানিয়েল, কেউ বা শচীন আর বাকিরা পুলিশ। একদল পৃথিবী কে জঞ্জাল মুক্ত কর, আর অপরদল অপরাধ মুক্ত করে। দুদলই পরিবেশের রক্ষক। আজ তাদের সুরক্ষায় নেসলের হেলথ ড্রিংক আর মাইলো( স্বাস্থ্য বর্ধক খাদ্য) তুলে দেওয়া হলো তাদের হাতে। এরাই আজ পৃথিবীকে বাসযোগ্য করে রেখেছে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp