এক ঝলকে
হুমকি ফোনের পরেই নিরাপত্তায় নজরদারি তুঙ্গে

মুম্বই: ২৬/১১-এর মুম্বাই-এ সন্ত্রাসী হামলার পর ফের তাজ হোটেল এবং তাজ ল্যান্ডস এন্ডে হুমকি ফোন আসে। যিনি ফোন করে হুমকি দিয়েছিলেন, তিনি নিজেকে পাকিস্তানের লস্কর-ই-তৈয়বা সংগঠনের সদস্য দাবি করেন এবং তিনি পাকিস্তানের করাচি থেকে ফোন করেছেন বলেও জানান। এরপরেই পুলিশ মঙ্গলবার হোটেলগুলির চারপাশে নিরাপত্তা জোরদার করে। পুলিশের কর্মকর্তা জানান যে, ফোন কলটির স্থান অনুসন্ধান করছে। আধিকারিক জানান, হোটেলগুলিতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ কর্মী মোতায়ন রয়েছে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp