এক ঝলকে
হত্যার তদন্তে পুলিশ

উত্তর প্রদেশ: ১৬ই জুন বলরামপুর জেলার কোতোয়ালি গ্যাসদী থানার সুগাম মাজৌলি গ্রামের রূপ নারায়ণ ভার্মার পুত্র ধর্মপাল ভার্মা খুন হয়। পুলিশ সুপার বলরাম পুরের সাথে অতিরিক্ত পুলিশ সুপার এখতিয়ার ইউটিউলা, এসএইচও গানসদি এবং পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শনে যায়। পুলিশ সুপার ও অন্যান্য আধিকারিকরা নিহতের পরিবারের সাথে আলোচনা করে ঘটনাটির সফলভাবে তদন্তের আশ্বাস দিয়েছেন।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp