এক ঝলকে
সোপরে জঙ্গী হানায় নিহতের পরিবারের পাশে কাশ্মীর পুলিশের আইজি

জম্মু-কাশ্মীর: বারমুল্লা জেলার সোপারে সেন্ট্রাল রিসার্ভ পুলিশের পেট্রোলিং পার্টির ওপরে জঙ্গীরা হামলা চালায়, আর তাতেই গাড়িতে থাকা এক জওয়ান শহীদ হয় ও ১ জন সাধারণ নাগরিক মারা যায়। কাশ্মীরের আইজিপি সহ অন্যান্য উর্দ্ধতন পুলিশ আধিকারিকরা এই জঙ্গিহানায় নিহত নাগরিকের শোকাহত পরিবারের সাথে দেখা করেন। আইজিপি আইপিএস বিজয় কুমার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নিহতের আত্মার শান্তি কামনা করেন।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp