
শিলিগুড়ি:- করোনা এবং পথ দুর্ঘটনা থেকে কড়া হাতে শিলিগুড়িবাসীর প্রাণ রক্ষা করতে “সেফ ড্রাইভ সেভ লাইফ” নিয়ে পদক্ষেপ ও তার সাথে মহামারির সময়ে স্বাস্থ্য বিধান নিয়েও মানুষের কাছে এগিয়ে এসেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
সর্ষের তেল করোনার রুগীর ক্ষেত্রে নিরামক হয়ে ওঠার প্রমান মিলেছে। খোদ আক্রান্ত পুলিশ কর্মীরা এর প্রয়োগ করে সেরে উঠেছেন ২৪-৪৮ঘন্টার মধ্যে। আর এরপরই বুধবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর ট্র্যাফিক গার্ডের তরফে জনহিতকর বার্তা নিয়ে “সেফ ড্রাইভ সেভ লাইফ” সচেতনতা মূলক র্যালির পাশাপাশি মাস্ক,সর্ষের তেল সহ আরো বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হলো। শিলিগুড়ি পুলিশের এই জনহিতকর কাজের জন্য অত্যন্ত খুশি হয়েছেন এলাকাবাসীরা এবংধন্যবাদ জানাচ্ছেন|
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp