সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালনে ঝাড়গ্রাম পুলিশ

ঝাড়গ্রাম: বেলিয়াবেড়া পুলিশের উদ্যোগে পালিত হল সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। বুধবার বেলিয়াবেড়া থানার ওসি সৌরভ ঘোষের নেতৃত্বে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচিকে সামনে রেখে বেলিয়াবেড়া থানা থেকে চরমুন্ডি চক পর্যন্ত এক বিরাট বাইক র্যালির আয়োজন করা হয়। বেলিয়াবেড়া থানার ওসি সৌরভ ঘোষের নেতৃত্বে বাইক র্যালিতে অংশগ্রহণ করেন থানার অন্যান্য পুলিশ অফিসার, কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়াররা। সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচির পাশাপাশি পথচলতি ৫০০ জন সাধারণ মানুষের হাতে তুলে দেয় মাস্ক বেলিয়াবেড়া থানার পুলিশ। পাশাপাশি এদিন গোপীবল্লভপুর থানার উদ্যোগে পালিত হয় সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি। গোপীবল্লভপুর থানার আইসি সুদীপ ব্যানার্জীর নেতৃত্বে এই কর্মসূচি উপলক্ষে গোপীবল্লভপুর থানা থেকে কলেজ মোড় হয়ে আশুইচক পর্যন্ত বিরাট বাইক ব়্যালি হয়। সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর থানার এস আই তরুণ কুমার দে ও রাজিব মহান্তী।