সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসুচী পালন রানাঘাট পুলিশের

করোনা আবহে পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসুচী পালন। নদিয়ার রানাঘাট পুলিশ জেলার পক্ষ্য থেকে এই কর্মসুচী পালন করা হয়। বুধবার রানাঘাট ৩৪ নং জাতীয় সড়ক কোর্টমোড়ে পথ নিরাপত্তা কর্মসূচীতে উপস্থিত হয়ে ছিলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত জেলা আধিকারিক আজহার তৌসিফ। এছাড়াও ছিলেন রানাঘাট এস, ডি,পি,ও লাল্টু হালদার, রানাঘাট থানার আধিকারিক রাজ কুমার মালাকার,স্থানীয় কাউন্সিলর কোশল দেব বন্দ্যোপাধ্যায়, রাজু সেখ ও অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন বেশকিছু বাইক আরোহীদের হাতে হেলমেট তুলে দেন পুলিশ আধিকারিকরা।এরপর রানাঘাট ৩৪ নং জাতীয় সড়ক ধরে একটি র্যালীও করেন। বিগত ৪ বছর ধরে চলে আসছে এই কর্মসূচী। এবিষয়ে ওই পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ আধিকারিক বলেন, আগের তুলনায় রাস্তায় দুর্ঘটনার সংখ্যা অনেক কমেছে।পথ চলতি সাধারন মানুষজন ছাড়াও বাইক আরোহীদের সচেতন করার বার্তা তুলে ধরা হয়।