এক ঝলকেদঃ ২৪ পরগনাদক্ষিণবঙ্গ
সুন্দরবন রক্ষার স্বার্থে বনসৃজন করলেন এসপি

আম্ফানের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখিন হয়েছে সুন্দরবন। তাই সুন্দরবন পুলিশ জেলার 8টি ক্যাম্পাসে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। দক্ষিণ 24 পরগনা জেলার জেলাশাসক পি উল্গানাথনের নির্দেশে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারী,অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) রাকেশ সিং, অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) সন্তোষ কুমার মন্ডল, সহ প্রতিটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক 800 টি চারা গাছ রোপন করেন।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp