KOLKATA WEATHER
এক ঝলকেদঃ ২৪ পরগনাদক্ষিণবঙ্গ

সুন্দরবন বাসির পাশে পুলিশ

করোনা সংক্রমণের জেরে লকডাউনের ফলে অসহায় অবস্থা, তার ওপর আমফান তান্ডব সুন্দরবনবাসির জীবন বিপন্ন করে তুলেছে । চরম দুর্ভোগে পড়েছেন অসহায় মানুষগুলো ।তাদের পাশে দাড়ানোর জন্য দক্ষিণ 24 পরগনা জেলার ক্ষতিগ্রস্ত সুন্দরবনের প্রত্যন্ত এলাকা গোবর্ধনপুর কোস্টাল থানার অধীনে, সিতারামপুর g-plot মিলন বিদ্যানিকেতন এবং কাকদ্বীপ থানার অধীনে নারায়নপুর, লক্ষীনারায়ন মাধ্যমিক বিদ্যালয়ে কমিউনিটি কিচেনে শুরু করা হলো 30 দিনের কর্মসূচিতে দৈনিক প্রায় এক হাজার আমফানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কমিউনিটি কিচেন দুটি থেকে রান্না করা খাবার পরিবেশন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন বিষয়ক সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টু রাম পাখিরা, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি, বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী ডাঃ অভিজিৎ চৌধুরী , সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) রাকেশ সিং, সুন্দরবন পুলিশ জেলা পুলিশ সুপার সন্তোষ কুমার মন্ডল, এসডিপিও( কাকদ্বীপ) শ্রী অনিল কুমার রায়, এসডিও কাকদ্বীপ সৌভিক চ্যাটার্জী, বিডিও নামখানা রাজিব আহমেদ, বিশিষ্ট অভিনেতা দেব শংকর হালদার, কাকদ্বীপ থানার আইসি সুদীপ সিংহ, সি আই (কাকদ্বীপ) সুব্রত ঘোষ, গোবর্ধনপুর কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক বরুণ সেঠ। আগামী দিনে বিভিন্ন স্থানে এইরূপ কমিউনিটি কিচেন সেন্টার খোলার কথা ব্যক্ত করেন আধিকারিকেরা।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close