সুন্দরবন পুলিশ জেলার পুলিশের রক্তে, জীবন বাঁচলো সাগরদ্বীপের থ্যালাসেমিয়া রোগী, ছোট্ট সঞ্চিতার

মানুষের সাথে, মানুষের পাশে সবসময় যে পুলিশ কমীর্রা রয়েছেন, সেটা লকডাউনের সময় সাধারণ মানুষ আরো বেশি করে উপলব্ধি করেছেন । এবার সুন্দরবন জেলা পুলিশের এক পুলিশকর্মী নিজের রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন ছোট্ট মেয়ে সঞ্চিতা পাত্রের। দক্ষিণ 24 পরগনার জেলার সাগরদ্বীপের মেয়ে সঞ্চিতা পাত্র, জন্ম থেকেই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। প্রতি মাসে রক্ত দিতে হয় তাকে। খুব সিরিয়াস অবস্থায় গঙ্গাসাগর থেকে কাকদ্বীপ হাসপাতালে ভর্তি করে তার পরিবারের লোকজন। কিন্তু স্বত্বর O+ গ্রুপের রক্তের প্রয়োজন হয়ে পড়ে, বাবা-মা দিশেহারা হয়ে শরণাপন্ন হন কাকদ্বীপ থানার IC সুদ্বীপ সিংহ মহাশয়ের কাছে।পাশে ছিলেন ওই থানার ASI শওকত আলী সেনাপতি। তাঁর রক্তের গ্রুপ O+ হওয়ায় তিনি ছোট্ট সঞ্চিতাকে বাচাঁতে সঙ্গে সঙ্গে কাকদ্বীপ হাসপাতালে চলে যান। রক্ত দিয়ে সঞ্চিতাকে সুস্থ এবং সম্পূর্ণ বিপদমুক্ত করে, শওকত বাবু হাসপাতাল থেকে থানায় ফেরেন । এর আগে সঞ্চিতাকে গঙ্গাসাগর রুদ্রনগর হাসপাতালে রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছিলেন গঙ্গাসাগর কোস্টাল থানা ভিলেজ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার। দিনের পর দিন সুন্দরবন পুলিশ জেলা প্রশাসনের এই মানবিক মুখ মানুষকে প্রেরণা এবং সাহস জোগাচ্ছে এলাকায় মানুষকে।
SBPD