সুন্দরবন পুলিশের পাশে সমাজসেবীরা

সুন্দরবন: পাথর প্রতিমা থানার পাশে এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দক্ষিণ শিবগঞ্জের ২০০ পরিবারের মধ্যে তারা খাদ্য সামগ্রী এবং ৫০ টি ত্রিপল বিতরণ করে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাথরপ্রতিমা থানার ভারপ্রাপ্ত আধীকারিক সলিল কুমার মন্ডল।
ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার সহায়তায়, ফ্রেজারগঞ্জ ক্লাব ঘর বাজার কমিটি, ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ৩০০ দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করে। উপস্থিত ছিলেন ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধীকারিক রাজু বিশ্বাস।
কলকাতার রূপা ফাউন্ডেশনের সহায়তায়, কাকদ্বীপের এসডিপিও অফিসের পুলিশ, হোম গার্ড ও সিভিক ভলেন্টিয়াররা ১০০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে। উপস্থিত ছিলেন কাকদ্বীপের এসডিপিও শ্রী অনিল কুমার রায়।
এছাড়াও কাকদ্বীপ থানার এক স্বহৃদয়ের সহায়তায় উকিলেরহাটে ৪০০ পরিবারের মধ্যে ত্রিপল, কাপড় এবং খাবার সামগ্রী বিতরণ করে। সুন্দরবনের পুলিশ সুপার শ্রী বৈভব তিওয়ারি, আইপিএস এই উদ্যোগের প্রশংসা করেন।