এক ঝলকেদঃ ২৪ পরগনাদক্ষিণবঙ্গ
সুন্দরবনের হিঙ্গলগঞ্জকে রেড জোন ঘোষণা করলো প্রশাসন
বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। হিঙ্গলগঞ্জ বাজার, বোলতলা, মামুদপুর, বাঁকড়া, দোবর, সান্ডেলেরবিল ও উত্তর মামুদপুর সহ ৭টি জায়গাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ওই জায়গাগুলি ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছে ও সেখানে পুলিশের নজরদারি চলছে সর্বক্ষণ।এর পাশাপাশি চলছে মাইকিং প্রচার। বাইরে থেকে সাধারণ মানুষকে ওইসব গ্রামে প্রবেশ করার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গ্রামের মানুষ যাতে কোনোভাবেই বাইরে না বেরোতে পারে সেদিকে কড়া নজর রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp