KOLKATA WEATHER
এক ঝলকেদক্ষিণবঙ্গহাওড়া

সাপ্তাহিক লকডাউনে শনিবার সকাল থেকেই উলুবেড়িয়াতে কঠোর অভিযানে হাওড়া গ্রামীণ পুলিশ

হাওড়া গ্রামীণ জেলা পুলিশ

নিজস্ব প্রতিনিধি :-অঞ্জন রঞ্জিত:- হাওড়া:- সপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে শনিবার সকাল থেকেই উলুবেড়িয়া শহর জুড়ে অভিযানে হাওড়া গ্রামীন জেলা অতিরিক্ত পুলিশ সুপার আশিষ মৌর্য , লকডাউন ভেঙ্গে বেশ কিছু দোকান খোলায় দোকান বন্ধ করাল পুলিশ| রাস্তায় বেরালেই পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে বাইরে বের হওয়া মানুষকে। লকডাউন ভেঙ্গে গাড়ি রাস্তায় নামানোয় গাড়ি আটক পুলিশের। উলুবেড়িয়ার একাধিক জায়গাতে গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ার গাড়িগুলোকে
চিহ্নিত করার কাজ চলছে পুলিশ। পাশাপাশি পুলিশ সুত্রে জানা গেছে বিনা কারণে বাইরে বের হওয়ার জন্য তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে। লকডাউন কার্যকরী করতে হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন থানা এলাকায় তৎপর পুলিশ। মুম্বাই রোডের পাশাপাশি হাওড়া গ্রামীণ জেলার প্রত্যেক এলাকায় দিনভর চললো পুলিশি টহল।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close