এক ঝলকেকলকাতাদক্ষিণবঙ্গ
সাপ্তাহিক লকডাউনের কার্যকারীতা পরখ
নিউজ ডেস্ক, বিধাননগর: সম্পূর্ণ লকডাউনকে সফল করতে পথে পুলিশ কমিশনার। সকাল থেকে পুলিশের ভূমিকা পরখ করতে নিজেই পরিদর্শন করলেন বিধাননগর এর পুলিশ কমিশনার মুকেশ কুমার। বিধাননগর পুলিশ কমিশনারেটের নিউটাউন, রাজারহাট, নারায়নপুর, বাগুইআটি, এয়ারপোর্ট, লেক টাউন এবং সল্টলেক সহ বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন পুলিশ কমিশনার।
সকাল থেকে পুলিশের কি নজরদারি পাশাপাশি রাস্তাঘাটে কি অবস্থা সাধারণ মানুষ কতটা সচেতন হয়েছে তা নিজেই ঘুরে দেখেন বিধাননগর কমিশনার। করোনা আবহে সাপ্তাহিক লকডাউন শুরু হয়েছে। করোনা অতিমারী থেকে রক্ষা পেতে এই লকডাউন বিশেষ কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে। তবে শুধুমাত্র লকডাউন চললেই করোনা যাবে তা নয় বিশেষজ্ঞদের মতে লকডাউন এর সঙ্গে সঙ্গে মানুষের সচেতনতা বাড়াতে হবে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp