এক ঝলকে
সরকারি নির্দেশ লঙ্ঘনে বাজেয়াপ্ত ২৩,৩৩৬টি গাড়ি

মুম্বই: বাড়ি থেকে ২ কিলোমিটার বাইরে ভ্রমণ না করার আদেশে লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মুম্বই পুলিশ ব্যবস্থা নেওয়া শুরু করেছে। যারা অফিস বা চিকিৎসার প্রয়োজনে বেরোচ্ছেন তাদের জন্য এই আদেশ প্রযোজ্য নয়। নাইট কারফিউতে বেশ কিছু গাড়ি নির্দেশ লঙ্ঘনের জন্য আটক করা হয়। পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন যে রবিবার ও সোমবার মিলিয়ে মোট ৩৫,০০০ টি গাড়ির মধ্যে প্রায় প্রায় ৮০ শতাংশ অর্থাৎ ২৩,৩৩৬টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp