এক ঝলকেদক্ষিণবঙ্গপুরুলিয়া
*সরকারি দপ্তরে শুরু হয়েছে স্যানিটাইজিং-এর কাজ

পুরুলিয়া: দীর্ঘ ৬৫টি দিন গ্রীন জোনের তালিকায় ছিল পুরুলিয়া জেলা। সম্প্রতি পুরুলিয়ায় করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে।বিভিন্ন গ্রামে করা হয়েছে কনটেনমেন্ট জোন। সরকারি ভাবে জানানো হয়েছে আক্রান্তের সংখ্যা ১৮। পুরুলিয়া জেলা পুলিশ ও পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে জিআরও অফিস এবং হাজতে স্যানিটাইজিং-এর কাজ শুরু হয়েছে। কারণ জেলা সদরের এই হাজতে বিভিন্ন থানার অভিযুক্তদের আনা হয়। সংক্রমণ থেকে বাঁচতেই এই উদ্যোগ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp