এক ঝলকে
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৩৭ বছর বয়সী এসপিও

পানিপথের ডাকাতির ঘটনায় অভিযুক্তের হাতে আহত ও গাড়ির বোনটে করে টেনে নিয়ে যাওয়া এসপিও ৩৭ বছর বয়সী জগিন্দ্র শেহরাওয়াত টানা ৬দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। অভিযুক্ত গাড়িচালক সাওয়ান- এর বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, চুরির একাধিক মামলা দায়ের করা হয়েছে। জগিন্দ্র তার জীবনের শেষে সময় পর্যন্ত খাকির দায়িত্ব পালন করেছেন এবং দায়িত্বের জন্য তার জীবন উৎসর্গ করেছেন। এই মহান আত্মা সর্বদা আমাদের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে, জগিন্দ্রকে শেষ শ্রদ্ধা জানিয়ে একথা জানালেন এক পুলিশ আধিকারিক।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp