
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ও শিলিগুড়ি মিউজিক সোসাইটি এন্ড ওয়েলফেয়ারের যৌথ উদ্যোগে শহরের কিছু শিল্পীকে সম্মানিত করে আর্থিক সাহায্য করা হলো। শিলিগুড়ি পার্ক প্যালেস এসি মার্কেট প্রাঙ্গনে শিল্পীদের আর্থিক সাহায্য দিয়ে সম্মানিত করে শিলিগুড়ি পুলিশ। পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিটেকটিভ ডিপার্টমেন্ট এর এসিপি রাজেন ছেত্রী ও ভক্তিনগর ট্রাফিক গার্ড এর আই সি সুবীর দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন মিউজিক সোসাইটির সম্পাদক বাবলু তালুকদার। এদিন মোট ৫৫ জন দুস্থ শিল্পীর হাতে খাবারের প্যাকেট তুলে দেয় পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp