শাশুরির শরীরে এসিড ঢেলে দিল পুত্রবধূ

পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের খুদকুড়ি গ্রামে বাসিন্দা 60 বছর বয়সী তিলোত্তমা সিংহ এর শরীরে এসিড ঢেলে দেয় নিজের পুত্রবধূ রানু হাজরা।
জানা যায় এ দিন সকালে অচিন্ত্য সিংহ ও রানু হাজরা স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সেই সময়ে অচিন্ত্য সিংহের মা তিলোত্তমা সিংহ বাধা দিতে এলে বৌমা রানু হাজরা বাড়ি থেকে ছুটে বেরিয়ে গিয়ে একটি এসিডের সিসি এনে শাশুড়ি তিলোত্তমা সিংহের শরীরের উপর ফেলে দেয় বলে অভিযোগ করেন তিলোত্তমা সিংহের পুত্র, অভিযুক্ত রানু হাজরার স্বামী অচিন্ত্য সিংহ। তিনি বলেন বেশ কিছুদিন ধরে আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই চলছিল। আজ সকালেও ঝামেলা হয় সেই সময় আমার মা আমাদেরকে বাধা দিতে এলে আমার স্ত্রী, আমার মায়ের উপর এসিড ঢেলে দেয়। খন্ডঘোষ থানায় খবর দিলে খণ্ডঘোষ থানার পুলিশ গিয়ে অভিযুক্ত বউমাকে আটক করে নিয়ে আসেন। পাশাপাশি আহত তিলোত্তমা সিংহকে চিকিৎসার জন্য খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।