কলকাতাদক্ষিণবঙ্গ
লক ডাউনে কড়া পুলিশ, নজরদারি এড়ায় কে?
নিজস্ব সংবাদদাতা; লেকটাউন: করোনার মোকাবিলায় ফের শুরু হয়েছে পূর্ণ লকডাউন। চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার
অচল গোটা রাজ্য। অতিমারী করোনার আগ্রাসন রুখতেই নবান্নের এই সিদ্ধান্ত । হাতে গোণা জরুরি কয়েকটি পরিষেবা ছাড়া সবই বন্ধ। বৃহস্পতিবার সকাল থেকেই রাস্তাঘাট সুনসান। দেখা মেলেনি গাড়িঘোড়ার। রাস্তায় রাস্তায় পুলিশের শ্যেন দৃষ্টি। লেক টাউন সহ কলকাতার বিভিন্ন অংশে চলছে পুলিশের কড়া নজরদারি । বিধিনিষেধ না মানলেই নেওয়া হচ্ছে কড়া ব্যবস্থা।সকালের দিকে কয়েকটি জায়গায় খুলেছিল বাজার। খবর পেয়ে পুলিশ গিয়ে তৎক্ষণাৎ বন্ধ করে দেয় সেগুলি। বিধাননগরের ডেপুটি কমিশনার সূর্য প্রতাপ যাদবের নেতৃত্বে লেক টাউন থানার পুলিশ বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চালাচ্ছে। রাজ্যের সর্বত্রই প্রায় একই ছবি।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp