এক ঝলকেকলকাতাদক্ষিণবঙ্গ
লকডাউন, পথে ডেপুটি কমিশনার
রাজ্যে শুরু হয়েছে সাপ্তাহিক লকডাউন। করোনা ঠেকাতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবারের পর লকডাউনের দ্বিতীয় দিন শনিবারেও কলকাতায় দেখা গেল পুলিশের কড়া নজরদারি। উল্টোডাঙ্গার সিআইটি রোডের মুখে সকাল থেকেই কড়া পাহারায় ছিল পুলিশ প্রশাসন । উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার, ই এস ডি অজয় প্রসাদ স্বয়ং । তাঁরই সঙ্গে হাজির ছিলেন উল্টোডাঙ্গা, মানিকতলা ও ফুলবাগান থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকেরাও। বিশাল বাহিনী নিয়ে পায়ে হেঁটে এলাকায় টহল দেন অজয় প্রসাদ। এই গোটা পর্বে পুলিশের সঙ্গী হয়েছিল পুলিশ নিউজ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp