
ফের পুলিশের জালে বেআইনি মাদক পাচার চক্র। সোমবার মাদকসহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। ভক্তিনগর থানা সূত্রে খবর, গোপনসুত্রে খবর পেয়ে রবিবার সন্ধ্যায় শিলিগুড়ি সেবক রোডের কাছে, একটি সন্দেহজনক বোলেরো গাড়ি কে আটক করেন। ওই গাড়ি থেকে পুলিশ 400 বোতল কাফ সিরাপ 3000 কি নেশার ট্যাবলেট এবং আটগ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। এই ৩ অভিযুক্তের নাম বিবেক ছেত্রী, নরেন্দ্র গুরুঙ ও পাপ্পু ঘোষ। ধৃতদের সোমবার সকালে আদালতে তোলা হবে এবং পুলিশ রিমান্ডে নেওয়া হবে বলেও ভক্তিনগর থানা সূত্রে জানা গেছে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp